CAREER COUNSELLING QUESTIONS AND ANSWER

Q1) আমি এবছর HS Vocational / HS Science পরীক্ষা দেবো । এর পরে কী পড়লে ভালো চাকরি ভবিষ্যৎ হতে পারে ?

উত্তর :
▪Polytechnic বা
▪BTech বা
▪BCA বা
▪BBA বা
▪Nursing বা
▪Para Medical বা
▪Pharmacy বা
▪Hotel Management বা
▪Agriculture

Q2)আমি HS Arts বা Commerce নিয়ে পড়ছি তাহলে কোন Course টা নিয়ে পড়লে ভালো হয় ?

উত্তর :
▪BBA বা
▪BCA বা
▪GNM Nursing বা
▪Hotel Management বা
▪Polytechnic Jexpo 3 Yrs বা
▪BA LLB

Q3)আমি H.S ( Home Science) নিয়ে পড়ছি । আমার কী নিয়ে পড়লে ভালো চাকরির ভবিষ্যৎ পেতে পারি ?

উত্তর :
অবশ্যই GNM Nursing পড়া উচিত । এটা না চাইলে তাহলে অন্যান্য Course গুলি হলো
▪Food Technology বা
▪BCA বা
▪BBA বা
▪Hotel Management বা
▪Psychology বা
▪BA LLB বা
▪Polytechnic 3Yrs

Q4) Polytechnic বা BTech পড়লে তার ভবিষ্যৎ কেমন?

উত্তর :
এর ভবিষ্যৎ প্রচন্ড ভাবে উজ্জ্বল । তোমরা হয়তো জানো যে India আর China এখন বিশ্বের বাকি দেশগুলির কাছে বিশাল ব্যবসার আড়ৎ ।এই দুটি দেশ থেকে তারা সবরকম জিনিসপত্র তৈরি করে সারা বিশ্বে সরবরাহ করবে কারণ এখানে তৈরি করলে অনেক সস্তা পড়ে এছাড়া এ দুটি দেশে জনসংখ্যা এতো বেশি যে যেকোনো ব্যবসার উন্নতি হবে । আবার আমাদের দেশে আগামী 10 বছরে অন্তত 10 কোটি কারিগরি জানা লোক চাই আর আমাদের সরকারও সারা দেশ জুড়ে বড়ো,মাঝারি আর ছোটো শিল্প তৈরি করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে এবং আরও নেবে । তাই প্রচুর Engineers আর Technicians লাগবে ।

Q5) কোনটা পড়লে ভালো হবে Diploma পড়ে B.Tech নাকি সরাসরি BTech ?

উত্তর :
Diploma পড়ে BTech করা এতে একবছর বেশি লাগলেও অভিজ্ঞতা আর মাইনের দিক থেকেও বেশি হবে আর বর্তমান Company রা এখন 75% Diploma দের কে নিয়োগ করছে বিশেষ করে ।

Q6) যদি Engineering পড়ি তাহলে কোন Trade নিলে ভালো চাকরি পেতে পারি ?

উত্তর :
Mechanical বা Electrical বা Civil বা Electrical & Electronics বা Automobile বা Computer Science (Multimedia সহ) ।

Q7) Automobile Trade টার ভবিষ্যৎ কেমন ?

উত্তর :
এখন সব Automobile Company চাকরি জন্য শুধুমাত্র Mechanical Trade এর লোক নিচ্ছে । আর Mechanical Company রা কোনো Automobile ছেলে নিচ্ছে না । এর জন্যই এই Trade টাতে কেউ পছন্দ করছেনা ।

Q8) Computer Trade টা কেমন ?

উত্তর :
খুবই ভালো কিন্তু Mechanical বা Electrical এর তুলনায় চাকরি বাজারের চাহিদা কম । আর তাই অনেকে Campusing থেকে এইসব বড় IT Company তে Placement পায়না অন্যান্য IT Company তে তারা চাকরি পেয়ে থাকে তবে মাইনা বড় IT Company-র তুলনায় একটু কম হয়।

Q9) সরকারি College তে পড়ার ইচ্ছে যেহেতু খরচ খুবই কম - আবার 40% আসন সরকারি College এ খালি যাচ্ছে কোথাও আবার কোথাও Campusing আর পড়াশুনা হচ্ছে না । এটা কী ঠিক?

উত্তর :
বিভিন্ন খবরের কাগজ ও Social Media এবং ছাত্র-ছাত্রীদের Feedback যা আমরা দেখতে শুনতে পাই তাতে জানা গেছে যে কয়েকটি নামি সরকারি কলেজগুলিতে Campusing হয়ে থাকে আর বেশিরভাগ কলেজগুলিতে Campusing হলেও Core Trade এতে খুব একটা ভালো হয় না, তাই তুমি এই বিষয়ে আরো বিশেষভাবে খোঁজ খবর নেবে সব সরকারি কলেজের পড়ুয়াদের সাথে কথা বলে।

Q10) Jexpo/Voclet কতো Rank পেলে আমি ভালো নামি দামী সরকারি College এ আসন পেতে পারি ?

উত্তর :
Voclet <500 Rank
Jexpo <1500 Rank

Q11) Private College এ পড়লে কী আমার চাকরি নিশ্চিত হতে পারে ?

উত্তর :
না । আমরা বিভিন্ন সংবাদপত্র, ছাত্র-ছাত্রীদের Feedback এবং Social Media থেকে জানতে পারছি যে Private College এতেও Campusing হচ্ছে । তার সত্বেও প্রচুর পরিমাণে ছাত্র-ছাত্রী বিভিন্ন নামিদামি কলেজ থেকে পাস করে তাদের CV বা Resume Upload করছে এসব Job Portal এতে কারণ তারা কোন চাকরি পায়নি Campusing থেকে। একমাত্র Emcons Business Academy তে Placements Assistance সুনিশ্চিত হয়ে থাকে Court Agreement মারফত তবে কিছু বিশেষ শর্ত থাকবে তার মধ্যে যেমন 75% Class Attendance অবশ্যই রাখতে হবে আর দৈনিক Homework, Monthly Mock Tests, Industrial Training করতে হবে।

Q12)কী করে এই Emcons Business Academy 100% Placement দিচ্ছে ?

উত্তর :
কারণ আমাদের সাথে 450 এর বেশি Company Campusing করার চুক্তি আছে, আরো 150 মতন Company সাথে চুক্তি হতে চলেছে । এছাড়া All India তে 100 বেশি Recruitment Firms সাথে আমাদের যোগাযোগ আছে চাকরির জন্য আর 16000 ও বেশি উচ্চ পদস্থ Manager দের সাথে আমাদের যোগাযোগ আছে যাদের কাছ থেকে আমরা প্রত্যেকদিন চাকরি নিয়োগের খবরাখবর পাই ।

Q13)আপনাদের Campusing থেকে নূন্যতম কতো মাইনে আশা করতে পারি?

উত্তর :
Bengal হলে Rs 10000 - 18000 Company ভিত্তিক আর বাইরে হলে Rs 18000 -Rs 27000 Company ভিত্তিক এছাড়া খাওয়া দাওয়া বিনামূল্যে সুযোগ বেশ কয়েকটি Company তে আর চাকরির ভবিষ্যৎও খুবই উজ্জ্বল 3-4 বছরের মধ্যে সবাই Rs 25000 -Rs 30000 Company ভিত্তিক মাইনে তে পৌঁছে যায় ।

Q14) এই চাকরিগুলি সব Permament হবে তো ?

উত্তর :
অবশ্যই হ্যাঁ ।

Q15) আমার আর্থিক অবস্থা খুবই খারাপ । তাই আমি কী আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করতে করতে কী পড়তে পারি ?

উত্তর :
অবশ্যই হ্যাঁ । তুমি পড়াশুনা সাথে সাথে একটা Part Time চাকরি করতে পারবে যেটা আমরা আপ্রাণ চেষ্টা করে ব্যবস্থা করব এবং তুমি বিকেলে 4.30 ঘন্টা করে Part Time কাজ করবে আর সেই মাইনে দিয়ে তুমি মাসে মাসে Fees আর Mess এর থাকা বেশির ভাগ খরচ বহন করতে পারবে পরিবারে সাহায্য না নিয়ে।

Q16) আমি সরকারি পরীক্ষায় বসতে চাই । এর সাথে সাথে আমার পড়াশুনা চালিয়ে যেতে চাই

উত্তর :
খুবই সুন্দর পরিকল্পনা । তবে মনে রাখবে যদি তুমি সরকারি চাকরি তে সুযোগ না পেয়ে থাকো তাহলে পড়াশুনা শেষ হওয়ার সাথে সাথে Full Time Private চাকরিতে ঢুকে পড়বে নাহলে তোমাকে শিল্প গ্রাহ্য করবে না যদি বেকার হয়ে বসে থাকো ।

Q17) আমি মেয়ে হয়ে কী Engineering নিয়ে পড়া ঠিক হবে ?

উত্তর :
তোমার হয়তো জানা নেই যে সব রাজ্যে মেয়েরা কতো এগিয়ে গেছে Plane,Train, Metro, Bus, Auto চালাচ্ছে । এছাড়া বড়ো বড়ো Company তে তারা শিল্পের ভিতর কাজ করছে । IT Company গুলি তে 60% মেয়ে কর্মচারী আর কয়েক বছরের মধ্যে সরকার এবং Company রা সিংহ ভাগ মেয়েদেরকে নিয়োগ করবে ।

Q18) Nursing Course এর ভবিষ্যৎ কেমন ?

উত্তর :
এক কথায় বলতে পারি যে Nursing পড়লে কোনো দিন বেকার থাকবেনা এমনকি যদি শিল্প বন্ধ ও হয়ে যায়, যা আমরা Corona মহামারী তে দেখলাম । এটি একটি উত্তম Course যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ।

Q19)Agriculture Course টি কেমন ?

উত্তর :
ভালো Course কিন্তু চাকরি বাজারে এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি । একমাত্র সরকারি চাকরি তে এই Trade টি গ্রহণযোগ্য হয়েছে ।

Q20) Pharmacy Course টা কেমন ?

উত্তর :
ঠিক Nursing মতন এই Course টি ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কারণ Pharmacy মানে ওষুধ পত্র তৈরি আর ওষুধ ছাড়া আমাদের জীবন যাত্রা চলবেনা । তাই এই শিল্প কখনোই বন্ধ হবে না ।

Q21)আমি HS Arts Pass করে কী BA Arts পড়লে ভবিষ্যৎ ভালো পাবো ?

উত্তর :
একদমই না কারণ Arts নিয়ে Pass করলে Private এ কোনো চাকরি হয়না একমাত্র তুমি যদি সরকারি তে সুযোগ পাও তাও আবার ভীষণ ভাবে অনিশ্চিত । তাই Arts পড়া ভীষণ ঝুঁকি নেওয়া হবে । এর চেয়ে BA LLB (মানে Law) Psychology, Health Safety, BCA, BBA Course করলে রোজগারের ভবিষ্যৎ খুবই ভালো হবে ।

Q22) B.Com পড়লে কেমন হবে ?

উত্তর :
B.Com পড়ে তোমাকে অন্তত MBA পড়তে হবে নাহলে চাকরি ভবিষ্যৎ নেই । সাধারণ B.Com Pass করে Rs 6000 মাইনে পাচ্ছে না । তাই B Com না পড়ে BBA তারপর MBA পড়লে আরো উত্তম হবে ।

Q23)Hotel Management ভবিষ্যৎ কেমন ?

উত্তর :
ভালো তবে 5 star উপরের Hotel এ চাকরি করলে রোজগার ভালো হয়। কাজের চাপ ও বিশেষ ভাবে থাকে ।

Q24)আর কি কি চাকরিমুখী Course আছে যা পড়লে আরও ভালো ভবিষ্যৎ হতে পারে?

উত্তর :
▪Para Medical
▪Fire & Safety
▪Animation 3D
▪Interior Decoration
▪Biotechnology
▪Cement Technology
▪Food Technology
▪Nutrition & Dietetics
▪Biomedical
▪B.Vocational
▪Ayureveda
▪Fashion Designing
▪Aquaculture

বিশেষ দ্রষ্টব্য
উপরের বক্তব্য গুলি সম্পূর্ন ভাবে Career Counsellor দের ব্যক্তিগত মতামত এবং এর বেশিরভাগ খবরের কাগজের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের Feedback, Social Media Feedback এবং অন্যান্য Source থেকে পাওয়া, সব ছাত্রদের কে আমরা বলব তারা যেন তথ্যগুলো যাচাই করে নেয় বিভিন্ন ভাবে যোগাযোগ করে।

আর 2022 ADMISSIONS Seat Booking শুরু হয়ে গেছে ।

Copyright © 2023 Emcons Business Academy. All rights reserved.