FREQUENTLY COMMON QUESTIONS ASKED BY THE STUDENTS DURING CAREER COUNSELLING
১) প্রশ্ন
----------- আপনাদের প্রতিষ্ঠান থেকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও B.Tech প্লেসমেন্টস এর সহায়তা বা সহযোগিতা পাওয়া যাবে সে কাজগুলি কোথায় হবে , কি রকম মাইনে তে এবং কোর ট্রেড এতে পাওয়া যাবে কিনা ?
উত্তর:
--------- প্লেসমেন্টস সহায়তা আপনি পাবেন সারা দেশ জুড়ে মাইনে ডিপ্লোমা গড়ে Rs 13000 ও B.Tech হলে Rs 16,000 কোম্পানি ভিত্তিক ও জায়গা ভিত্তিক এই মাইনে কম বেশি হতে পারে I সব কাজগুলি হবে কোর ট্রেড এতে I এছাড়া বহু কোম্পানিতে একবেলা ক্যান্টিন এতে খাওয়া সস্তায় কুপন কেটে ব্যবস্থা আছে ও টিফিন বিনামূল্যে এবং বাস সার্ভিস বিনামূল্যে I এছাড়া ওভারটাইম ও অ্যাটেনডেন্স বোনাস ও পাওয়া যায় বহু জায়গায় তে আর প্রত্যেক বছর মাইনে বারে এবং ৩ বছর পর পর প্রমোশন ও হয়ে থাকে বাড়তি মাইনে সহ I এই সব প্লেসমেন্টস সহায়তা পেতে গেলে আপনাকে ৭৫% ক্লাস হাজিরা রাখতে হবে নাহলে এ সুযোগ দেওয়া হবেনা I এই দেখ একটা স্যাম্পল অফার লেটার I
২) প্রশ্ন
----------- এই কাজ গুলি কিরকম ধরণের হয়ে থাকে ?
উত্তর:
---------- সব কাজ কল কারখানা তে হবে মেশিন চালানো , মেশিন ম্যান কে সাহায্য করা , Parts অ্যাসেম্বলি করা ,কোয়ালিটি চেকিং, পাকিং ,লেবেলিং, মাল যোগান দেওয়া, মাল শিফট করা , ফর্কলিফট ক্রেন ইত্যাদি চালানো, মেইনটেনেন্স , লজিস্টিকস, স্টোরে , প্ল্যানিং , ডিসাইন ইত্যাদি কাজ করা I
৩) প্রশ্ন
----------- আপনাদের প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি এপ্রেন্টিসশীপ ট্রেনিং ব্যাপারটা একটু বোঝান ?
উত্তর:
---------- আপনাকে ৬ মাসের একটা স্বল্প মেয়াদি এপ্রেন্টিসশীপ এর ট্রেনিং এর কাজের ব্যবস্থা সহায়তা করা হবে I মাসে Rs 12500 টাকা স্টাইপেন্ড আনুমানিক পাবেন আর সব থাকা খাওয়া খরচ আনুমানিক ৩০০০ টাকা পড়বে I আর যে টাকা সঞ্চয় হলো তা দিয়ে আপনি পড়াশুনা খরচ চালাতে পারবেন I
৪) প্রশ্ন
----------- চাকরিগুলো কি ডাইরেক্ট কোম্পানি পে রোল এতে হবে না থার্ড পার্টি পেরোল এতে ?
উত্তর:
-------- বেশিভাগ ক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানি পেরোল এতে হবে I
৫) প্রশ্ন
----------- আপনারা এত ভালো প্লেসমেন্টস দিচ্ছেন কিভাবে যখন অন্যান্য জায়গায় ভালো হচ্ছেনা ?
উত্তর:
-------- আমাদের প্রতিষ্ঠানের সাথে ৪০০ উপর কোম্পানি সাথে যোগাযোগ আছে প্লেসমেন্টস জন্য আর এই যোগাযোগ ক্রমশ বেড়ে চলেছে । এছাড়া বিশ্ববিদ্যালয় সাথে ক্যাম্পাসিং এর জন্য আরো অনেক অনেক কোম্পানি সাথে যোগা যোগ আছে যারা নিয়মতোন প্রত্যেক বছর এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদেরকে ক্যাম্পাসিং মাধ্যমে নিয়োগ করে থাকে । আমাদের প্রতিষ্ঠানের সাথে প্রচুর Outsourcing কোম্পানি সাথে যোগাযোগ আছে যারা আমাদের কাছ থেকে ছাত্র ছাত্রী নিয়োগ করে থাকে । আমাদের প্রতিষ্ঠানে ১০০ % ছাত্র ছাত্রীরা প্লেসমেন্টস পাওয়া ফলে আমরা বাধ্য হয়ে অন্যান্য কলেজ এর বেকার ছাত্র ছাত্রীদের কে অফ ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরি সাহায্য দিয়ে থাকি । আমাদের কোম্পানি রা শুধু মাত্র আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে পছন্দ করে তার কারণ হলো আমরা সবাইকে শিল্পমুখী পড়াশুনা করা হয় ,হাতে নাতে প্রচুর কারিগরি শিক্ষা,Industrial Internship,ERP শেখায়ী, আর সবাই স্পোকেন ইংলিশ আর হিন্দি ভালো মতন বলতে পারে আর প্রত্যেককে শিল্পে কাজ করা মানসিকতা তৈরি করা হয় প্রথম দিন থেকে । ফলে কোম্পানি রা তাদের মনের পছন্দ মতন লোক পেয়ে যায় আর একবার সন্তুষ্ট হওয়া পর তার বাড়ে বাড়ে আমাদের কাছ থেকে ছাত্র ছাত্রী নিয়ে থাকে।
৬ ) প্রশ্ন
----------- আপনাদের প্রতিষ্ঠান কবে থেকে শুরু হয় ?
উত্তর:
-------- ২০১০ শাল থেকে I
৭) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কোর্স গুলি কি A.I.C.T.E অনুমোদিত ?
উত্তর:
-------- হ্যাঁ, আর এই দেখ তার প্রমান পত্র I
৮) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় কি U.G.C অনুমোদিত ??
উত্তর :
-------- হ্যাঁ , আর এই দেখ তার প্রমান পত্র I
৯) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিয়ে কি আমি পশ্চিম বংগো তে জিলেট পরীক্ষায় বসতে পারবো B.Tech পড়ার জন্য ?
উত্তর :
-------- হ্যাঁ I
১o)প্রশ্ন
----------- পড়াশুনা মিডিয়াম কি হবে ?
উত্তর :
-------- ইংলিশ এতে I
১১) প্রশ্ন
----------- ক্যাম্পাসিং কবে থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয় তে ?
উত্তর:
-------- ফাইনাল সেমিস্টার শুরু হওয়া আগেই I
১২) প্রশ্ন
----------- আপনাদের প্রতিষ্ঠান কি কৌ এডুকেশন ?
উত্তর:)
-------- হ্যাঁ
১৩) প্রশ্ন
----------- আমি কি স্টুডেন্টস ক্রেডিট কার্ড লোন পাব ?
উত্তর:)
-------- হ্যা, যদি আপনি উপযুক্ত প্রাপ্তি হন এবং এর এর যাবতীয় কাজ কর্ম তাগাদা আপনাকে করতে হবে I
১৪) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় যাবতীয় ফিস কি আমাকে সরাসারি দিতে হবে ?
উত্তর :
-------- হ্যা, এবং সরাসারি ডিমান্ড ড্রাফট , বা নগদ, বা অনলাইন এতে দিতে হবে আর তার রশিদ আপনি বিশ্ববিদ্যালয় থেকে সরাসারি পাবেন I
১৫) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় তে কি কি কোর্স পরানো হয় ?
উত্তর :
--------
Diploma in Engineering
B.Tech
Trades :
Mechanical, Maritime, Civil, Electrical, Electronics & Communication, Engineering Engineering, Computer Science, Information Technology
Mining Engineering
Metallurgical Engineering
Fire & Safety
Food Technology
M.Tech
BCA, MCA,BBA, MBA
DMLT, BMLT
D.Pharma, B.Pharma
G.N.M & B.Sc Nursing
B.Sc Agriculture
B.A, B.Com, B.Sc
M.A, M.Com, M.Sc
Fashion Technology
Fashion Designing
Yoga & Meditation
Diploma in Nursery, Fire Man, Industrial Health Safety
D.Eld , B.Ed , B.Lib
১৬) প্রশ্ন
----------- ফিস একবার দেওয়া পর কি ফেরত পাওয়া যাবে যদি পড়াশুনা চালাতে না পারি ?
উত্তর :
-------- না I একবার ফিস দেওয়া পর কোনো মতেই ফেরত হবেনা I এ ব্যাপারে আমাদের এই ওয়েবসাইট এতে পরিষ্কার ভাবে সব লেখা আছে ফিস রিফান্ড পলিসি নামে তে I
১৭) প্রশ্ন
----------- এই বিশ্ববিদ্যালয় Certificate দিয়ে কি আমি পশ্চিমবঙ্গ বা কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারি ?
উত্তর :
-------- হ্যাঁ , যদি তুমি Eligible হও । আমাদের ছাত্ররা Public Service Commission, Municipal Services Commission, Rail ,Army, ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বসেছে ।
১৮) প্রশ্ন
----------- আমি কি ল্যাটেরাল বি টেক পড়া সময় ট্রেড চেঞ্জ করতে পারি ?
উত্তর :
-------- যদি A.I.C.T.E Equivalence Notification/ একুইভ্যালেন্স আওয়াতে নতুন ট্রেড টি পরে তাহলে হতে পারে আর এ ব্যাপারে আপনাকে ট্রেড চেঞ্জ করার সময় A.I.C.T.E & U.G.C বিজ্ঞপ্তি দেখে নিতে হবে সঠিক নিয়ম জানা জন্য I
১৯) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় তে প্রত্যেক সেমিস্টারে মোটামুটি কত দিন করে ক্লাস হয় থাকে ?
উত্তর :
-------- প্রত্যেক সেমিস্টারে মোটামুটি 60 দিন ক্লাস হয় থাকে বেশিভাগ ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় তে এবং এই ভাবে নির্ণয় করা হয় - শনিবার ও রবিবার ছুটি মানে প্রত্যেক সেমেস্টার এতে 48 দিন ছুটি , আনুমানিক 22 দিন পাবলিক ছুটি প্রত্যেক সেমিস্টার এতে , সেমিস্টার পরীক্ষা আগে 10 দিন ছুটি , পরীক্ষা মোটামুটি 21 দিন চলে তখন ক্লাস হয়না , ইন্ডাস্ট্রিয়াল বা সামার ট্রেনিং বা সামার ভ্যাকেশন এর জন্য 30 দিন ক্লাস হয়না - তাই জানুয়ারী থেকে জুন মাসের সেমিস্টার এতে মোটামুটি 50 দিন ক্লাস হয় থাকে আবার জুলাই থেকে ডিসেম্বর এতেও মোটামুটি 60 দিন ক্লাস হয় থাকে কারণ এই সময় দূর্গা পুজো ও শীতের ছুটি থাকে I কোনো কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় তে শনিবার ক্লাস হয় থাকে I তাই সেখানে আরো 24 দিন মানে মোটামুটি 75 দিন ক্লাস হয় থাকে I এছাড়া ধরা হয়নি বিভিন্ন ধরণের ছুটি যেমন - স্পোর্টস দিবস , কালচারাল ও ফেস্ট দিবস , বাৎসরিক পিকনিক , এডুকেশন টুর , কনভোকেশন দিবস, ব্লাড ডোনেশন দিবস, ছাত্র দিবস ইত্যাদি I আবার সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় তে বিভিন্ন রাজনৈতিক ছাত্র ইউনিয়ন আছে তাদের অনেক রাজনৈতিক মিটিং করতে হয় I তখন ছাত্র ছাত্রীরা কোন ক্লাস করেনা I তাহলে দেখা যাচ্ছে যে 60-70 দিন প্রত্যেক সেমিস্টারে ক্লাস হয়ে থাকে আর 75% হাজিরা মানে 45-50 দিন হাজিরা অবশই থাকতে হবে I তাহলে বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে বসতে পারবে Iএখন সরকারি ও UGC বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কবিড মহামারী পরিস্থিতি জন্য ৪০% ক্লাস এতে হাজিরা স্বয়াম প্লাটফর্ম মাধ্যমে অনলাইন পড়াশুনা করা গ্রহণ যোগ্য হিসেবে ধরা হবে যতক্ষণ না নতুন কোনো পরিবর্তিত বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে I তাই ৪০% হাজিরা মানে ২৮ দিন ছাড় পাওয়া যাবে ক্লাস এতে হাজিরা না দিয়ে যতক্ষণ ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাস পড়ছে স্বয়াম প্লাটফর্ম দ্বারা এবং সব নিয়ম কানুন মেনে এবং তাদের বিশ্ববিদ্যালয় আদেশ ও নিয়ম কানুন মেনে I
২o) প্রশ্ন
----------- আমি কি West Bengal Minorities Finance Board থেকে এডুকেশন লোন পেতে পারি ?
উত্তর :
-------- হ্যাঁ, যদি আপনি এলিজিবলে প্রাথী হন আর যদি আপনার বিশ্ববিদ্যালয় বা তার এফিলিয়েটেড কলেজ সেই প্রতিষ্ঠানের সাথে অনুমোদিত হয় থাকে I
২১) প্রশ্ন
----------- বিশ্ববিদ্যালয় তে ভর্তি হওয়া জন্য কি কি বিষয় দেখা হয় থাকে ?
উত্তর :
-------- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি জন্য নম্বর ভিত্তিক ভর্তি হয় থাকে প্রত্যেক বিষয় তে এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় তার নিজ্বস্য নুন্নতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নির্ধারিত করে থাকে এবং ফার্স্ট কাম ফার্স্ট সিট হিসেবে ভর্তি করা হয় I বহু বিশ্ববিদ্যালয় আবার নিজের রাজ্য আর বাইরে রাজ্যের ছাত্রদের সিট কোটা ভিত্তিক এডমিশন নিয়ম থেকে থাকে I আবার অনেক বিশ্ববিদ্যালয় AIEEE রাঙ্ক ভিত্তিক এডমিশন এর কাট অফ নম্বর ভিত্তিক হয় থাকে I এই সব এডমিশন ক্রাইটেরিয়া যখন তখন পরিবর্তিত হতে পারে I
২২) প্রশ্ন
----------- এডমিশন নেয়া শেষ দিন কবে ?
উত্তর :
-------- ১০ জুলাই যদি আসন খালি থাকে I
২৩) প্রশ্ন
----------- সেশন ক্লাস কবে থেকে শুরু হবে ?
উত্তর :
-------- ১৫ জুলাই থেকে
২৪) প্রশ্ন
----------- এডমিশন সময় আমাকে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে ?
উত্তর :
-------- ক্লাস ১০ এবং ক্লাস ১২ এর সব অরিজিনাল মার্কশীট , সার্টিফিকেট ও এডমিট কার্ড, আঁধার কার্ড অরিজিনাল , ১০ কপি কালার ফটো, স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল কপি ( ক্যারেক্টার সার্টিফিকেট নয় ) এই সব ডকুমেন্টস বিশ্ববিদ্যালয় ভেরিফাই করে এডমিশন কন্ফার্ম করবে
২৫) প্রশ্ন
----------- আপনাদের স্বল্প মেয়াদি এপ্রেন্টিসশীপ ট্রেনিং এর সহায়তা পেতে গেলে কবে মধ্যে এডমিশন নিতে হবে ?
উত্তর :
-------- এপ্রিল মাসের মধ্যে আর এই ট্রেনিং ৪-৫ মাস মতন হবে যার মাসিক স্টাইপেন্ড থেকে পড়াশুনা খরচ পুরোপুরি রোজগার করে দিতে পারবেন পরিবারের থেকে সাহায্য না নিয়ে
বিশেষ দ্রষ্টব্যঃ
উপরের লেখা বিভিন্ন প্রশ্ন ও উত্তর পরিবর্তিত হতে পারে আপনার বিশ্ববিদ্যালয় বা তাহার এফিলিয়েটেড কলেজ এর নিয়ম, কানুন , নীতি বা আদেশ ইত্যাদি পরিবর্তিত হয় বা যদি সরকার সে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হোক যদি তাদের কোনো শিক্ষা নীতি বা নিয়ম কানুন পরিবর্তন করে বা যদি কোনো আইনি আদেশ বা নির্দেশ মাননীয় আদালত থেকে আসে বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা নীতি বা নিয়ম কানুন নীতি ব্যাপারে আর আমাদের প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো ভাবে দায়ী হবেনা যদি কোনো ছাত্র ছাত্রী ক্যারিয়ার ব্যাপারে তাদের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা তাহার এফিলিয়েটেড কলেজ এতে পড়াশুনা করার জন্য ক্ষতিগ্রস্ত হয় বা প্রবাহ পরে
NOTE: Typing Mistakes and Errors may please be ignored.
PUBLIC NOTICE CLOSURE OF INSTITUTE DUE TO COVID 19 PANDEMIC
THE INSTITUTE SHALL REMAIN CLOSED TILL 31st OCTOBER 2021 OR AS NOTIFIED SUBSEQUENTLY AS PER THE WEST BENGAL GOVERNMENT ORDER DUE TO THE PRESENT COVID19 PANDEMIC. DURING THIS CLOSURE ALL STUDENTS SHALL BE TAKING THEIR DAILY CLASSES THROUGH ONLINE / WHATSAPP GROUP/ DIGITAL STUDY MODE OF TEACHING FROM MONDAY TILL SATURDAY EVERY WEEK AND BETWEEN 9AM TO 4PM EVERYDAY SO THAT THERE ARE NO ACADEMIC LOSSES. ALL STUDENTS ARE DIRECTED TO STAY IN THEIR HOMES AND MAINTAIN SOCIAL DISTANCING STRICTLY. THEY ARE ALSO DIRECTED TO COME TO ATTEND THEIR CLASSES AFTER WE REOPEN WEARING MASKS AND GLOVES WHICH IS MANDATORY AND WITHOUT WHICH THEY WILL NOT BE ALLOWED TO ATTEND THEIR CLASSES
|
|